• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাংবাদিককে মাদক কারবারিদের প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৭ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৭ পিএম
মাদক কারবারিদের প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ 
সাংবাদিক মোঃ সজল আলী

সাকিব আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ কারায় দৈনিক নবচেতনা ও বার্তা বাজার পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ সজল আলীর মটরসাইকেল থামিয়ে হত্যার হুমকি দেওয়ার  অভিযোগ উঠেছে দুই  মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।  

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ঘিওর থানাস্থ বাঠইমুড়ী বাজারে মটরসাইকেল গতিরোধ করে সাংবাদিক মো. সজল আলীকে প্রকাশ্যে সকলের সামনে হত্যার হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় নিজের ও তার পরিবারের নিরাপত্তার জন্য ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ সজল আলী । 

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করায়। সেই সব প্রতিবেদনের জেরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ সদর উপজেলার বেরিরচর গ্রামের কোকিল মিয়ার ছেলে  মোঃ সবুজ মিয়া ও আরিফ মিয়ার ছেলে আজিম মিয়া শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ঘিওর থানাস্থ বাঠইমুড়ী বাজারে মটরসাইকেল গতিরোধ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় মানিকগঞ্জের কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ঘিওর থানার ওসি আমিনুর রহমান জানান, অভিযোগ পেয়েছি বিষয় টা খতিয়ে দেখা হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image