
চাঁদপুর প্রতিনিধি: ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আসৎকুয়ারী গ্রামের মোঃ আব্দুর রশিদ মিজির মেয়ে মোছাঃ মাহমিদা (২২) ২০ আগস্ট রবিবার সন্ধা ৬টা ৫০ মিনিটের সময় তাঁর নিজ গৃহে (বিল্ডিংএ) সিলিং ফ্যানের সাথে ওড়না জুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহমিদা চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজে ডিগ্রী ২য় বর্ষে পড়ে। আজ সারাদিন সে চাঁদপুরে কলেজের উদ্যেশ্যে চাঁদপুরে ছিল। সন্ধার পূর্বে বাড়িতে আসে, মাগরিবের আগে খাবার খেয়ে নিজ রুমে দরজা বন্ধ করে বিশ্রাম নেয়, তাঁর মা মাগরিবের নামাজ পড়তে যায়, ৫ রাকায়াত নামাজ শেষ করে মেয়েকে ডাকে, দরজা খোলার জন্য, কিন্তু মেয়ে দরজা না খোলা দেখে অন্যজনের সহযোগিতায় দরজা খোলে, পরে দেখে মাহমিদা ফ্যানের সাথে জুলে আছে।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্না বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি, লাশ নিয়ে আসছি থানায়, ময়না তদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হবে। এবিষয়ে তদন্ত চলবে, একটি অপমৃত্যুর মামলা হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: