• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউরোপের রেকর্ড মুদ্রাস্ফীতি ৭.৫ শতাংশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:২১ পিএম
পরিসংখ্যান বিষয়ক সংস্থা ‘ইউরোস্ট্যাট
ইউরোপের রেকর্ড মুদ্রাস্ফীতি

নিউজ ডেস্ক:  ইউক্রেন যুদ্ধের প্রভাবে  ইউরোপীয় অঞ্চলে চলতি মাসে রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি বেড়েছে। কমেছে প্রবৃদ্ধি। আজ শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে মুদ্রাস্ফীতির হার ৭.৫ শতাংশে ঠেকেছে। ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ‘ইউরোস্ট্যাট’ এই তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ১৯৯৭ সালের পর এবারই প্রথম মুদ্রাস্ফীতির এমন উল্লম্ফন। আগের রেকর্ড ছিল ৭.৪ শতাংশ।

ভোগ্য পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ জ্বালানি খরচ বেড়ে যাওয়া। গত বছরের এই সময়ের তুলনায় এবার ইউরোপীয়দের খরচ ৩৮ শতাংশ বেড়েছে।

ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেয় নানা দেশ। বিশ্বজুড়েই যার প্রভাব পড়ে। এতে ইউরো অঞ্চলের  ৩৪ কোটি ৩০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে করোনার কারণে নিম্নমুখী থাকা অর্থনৈতিক প্রবৃদ্ধিও আর পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে না ইউরোপের অনেক দেশ।

এমনকি যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতিও ৮.৫ শতাংশ। ইউরোস্ট্যাট আরও জানিয়েছে, ইউরোপিয় ইউনিয়নভূক্ত ১৯টি দেশের ২০২২ সালের প্রথম তিন মাসের প্রবৃদ্ধি ০.২ শতাংশ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image