• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে দুই মাদকসেবী বিজিবি’র হাতে আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম
আটোয়ারীতে
দুই মাদকসেবী বিজিবি’র হাতে আটক

আটায়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকা থেকে দুই মাদকসেবীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ অক্টোবর) আনুমানিক তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি’র অধিনে আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া কোম্পানী সদর হাবিলদার মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় জোয়ান ফোর্সদের নিয়ে এক অভিযান পরিচালনা করেন।

বর্ষালুপাড়া এলাকার নদীরপাড় চা বাগানের উত্তর কোনে বিওপি মেইন পিলার ৩৯৭ হতে ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ১০গ্রাম গাজা ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবি জোয়ানরা।

আটককৃতরা হলো ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের মোঃ ইন্তাজুল হকের পুত্র মোঃ আবু হেলাল(২৬) ও একই গ্রামের মৃত আশরাফুল ইসলামের পুত্র মোঃ ফাহিম হোসেন। হাবিলদার রাকিবুল ইসলাম বলেন, আসামীদের ১০ গ্রাম গাজা সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামীদের আটোয়ারী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছি।

এব্যাপারে আটোয়ারী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজা সহ দুই যুবককে বিজিবি কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, আটককৃতদের বিরুদ্ধে আটোয়ারী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) ধারার অপরাধে মামলা রুজু হয়েছে। মামলা নং-০৮, তারিখ: ২৪/১০/২০২৩। মামলার বাদী বর্ষালুপাড়া কোম্পানী সদর হাবিলদার মোঃ রাকিবুল ইসলাম। আসামীদের বুধবার (২৫অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image