• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টেকসই বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষ রোপণের বিকল্প নেই : গণপূর্ত প্রতিমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৫ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৩৫ পিএম
একটি করে গাছ লাগানোর জন্য  আহবান জানান।
বৃক্ষ রোপণের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ:   গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি  বলেছেন আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষ রোপণের বিকল্প নেই। তিনি প্রত্যেকে কমপক্ষে একটি করে গাছ লাগানোর জন্য  আহবান জানান।

বৃহস্পতিবার  (৪ আগষ্ট) বিকেলে টাউন হলের  অ্যাড, তারেক স্মৃতি অডিটোরিয়ামে ১৫ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা-২০২২ শুরু  হয়েছে।  এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু,  অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ এনামুল কবির ,  জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,  বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন,  অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি,  জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমূখ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image