
সুমন দত্ত : স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূকের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় অত্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও সংস্থা প্রধানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বাস্তবায়িত ও চলমান বিভিন্ন প্রকার প্রকল্প ও উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমের মুল্যায়ন ও সুপারিশ বিষয়ক বিস্তারিত আলোচনা হয়।
সাংগঠনিক অবকাঠামোসহ পরিবহণ সেবা, আর্থিক ও এসডিজি, বার্ষিক উন্নয়ন কর্মসূচী, ৮ম পঞ্চবার্ষিকী ও ব-দ্বীপ পরিকল্পনার লক্ষ্যমাত্রা অগ্রগতি পর্যালোচনা ও সুপারিশসমূহ নিয়ে বিষদ আলোচনা হয়।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব রেখা রানী বালো, তৌহিদ হাসনাত খান, মো. আব্দুল মোমিন, মো. আলী হোসেনসহ আরও অনেকে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: