• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ   


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫১ এএম
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে
পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ   

নিউজ ডেস্ক : চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে সোমবার সকালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল । চলমান এশিয়ান গেমসে নারী ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ ।   

টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের মেয়েরা করতে পারে ৯ উইকেটে ৬৪ রান । ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা ।   

রোববার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ । একই দিন শ্রীলংকার কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি পাকিস্তানের । বাংলাদেশের মেয়েরা ব্যাটে- বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ব্রোঞ্জ পদক দখলে নিল ।   

৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার স্বর্ণা আক্তার । ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা । ৩ ওভারে স্রেফ ২ রান দিয়ে ১ উইকেট নেন মারুফা আক্তার ।   

শামিমা আক্তার ও সাথি রানির উদ্বোধনী জুটি থেকে আসে ২৭ রান । ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্বর্ণা । বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া স্বর্ণা ব্যাট হাতেও করেন সর্বোচ্চ অপরাজিত ১৪ রান । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image