• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ স্থাপন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৩৬ পিএম
‘সেলুন পাঠাগার
বিশ্বজুড়ে’র বুক সেলফ স্থাপন

নিউজ ডেস্ক : দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় শতাধিক সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ। আর সে সব বইয়ের সেলফে স্থান পেয়েছে দুই বাংলার প্রখ্যাত লেখকদের জনপ্রিয় বই। মূলত সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এ ব্যতিক্রমী উদ্যোগ।

সম্প্রতি চট্টগ্রাম সিটির জিইসিস্থ অপটিমিস্টিক থ্রি আধুনিক সেলুনে কার্যক্রমের উদ্বোধন করেন নাট্য পরিচালক শাখাওয়াত শিবলী। এ সময় অতিথিরা সেুলনের স্বত্বাধিকারী মোস্তফা ইকরাম পারভেজ ও জুয়েল বড়–য়াার কাছে বই ও বুক সেলফ হস্তান্তর করেন।

শাখাওয়াত শিবলী বলেন, ‘মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগে আসলেই ব্যতিক্রম। এর ফলে সেলুনে আগত সেবাগ্রহীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়তে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে গালাম মাওলা জসিম, আবৃত্তিশিল্পী আশিক আরেফিন, ব্যাংকার সাইদুল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image