
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ীতে অবৈধ্য বালু উত্তোলন করে বিক্রয়ের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে জরিমান আদায় ও মালিক বিহীন বালু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রয় করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে ৫টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বারাইপাড়া ছোট যমুনা নদীর ঘাটে অবৈধ্য ভাবে বালু তুলে বিক্রয় করার অপরাধে দুধ কুমার নামে এক ব্যাক্তিকে ১৫ হাজার টাকা জারিমানা আদায় ও তার নিয়ন্ত্রনে থাক বালু নিলামের মাধ্যমে ১৩ হাজার টাকায় বিক্রয় করা হয়।
পরে উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মালিক বিহীন বালু জব্দ করে ১ লক্ষ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়। ভ্রম্যমান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসারের সহকারী মিথুন ইসলাম ও আনছার সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: