• ঢাকা
  • মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিষ প্রয়োগে ফিসারির ২ লক্ষাধিক টাকার মাছ নিধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৯ পিএম
বিষ প্রয়োগে ফিসারির
২ লক্ষাধিক টাকার মাছ নিধন

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হিংসা পরায়ন হয়ে রাতের আঁধারে বিষ প্রয়োগে ফিশারির সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার আদমপুর ইউনিয়নের বিল মাসখার খাবলাপুর কুড়ে ফিশারিতে ঘটনাটি ঘটে। 

প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা যায়- রবিবার (১৯ই মার্চ) রাতের কোন এক সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ওই ফিশারিতে বিষ প্রয়োগ করে। ফিসারির দেশীয় বিভিন্ন প্রজাতির ২লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে ওঠে। তা দেখে নিরীহ জেলে রামকৃষ্ণ হতবাক হয়ে অজ্ঞান হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ জানান, আমি ঘটনাটি শুনেছি,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ এ প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়েছেন,এটি একটি জঘন্য কাজ। তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image