• ঢাকা
  • বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রেমিট্যান্সে বাড়তি প্রণোদনা পাবেন প্রবাসীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৭ পিএম
বাড়তি প্রণোদনা পাবেন প্রবাসীরা
রেমিট্যান্স

নিউজ ডেস্ক : প্রবাসীরা দেশে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে আয় পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে বাড়তি আরো আড়াই শতাংশ অর্থ বেশি পাবেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক রোববার (২২ অক্টোবর) থেকে নতুন এ নির্দেশনা কার্যকর করেছে। এতে ডলার প্রতি বৈধ চ্যানেলে ১১৬ টাকা করে পাবেন প্রবাসীরা। এবিবির এক বৈঠকে শুক্রবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত বাফেদা এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
সিদ্ধান্ত অনুযায়ী, আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরো আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।
 

ব্যাংকে বর্তমানে প্রবাসী আয়ে এক মার্কিন ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা। এর ওপর সরকার ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেয়। তাতে এক ডলারে পাওয়া যেত প্রায় ১১৩ টাকা ২৬ পয়সার কিছু বেশি। এখন এর সঙ্গে ব্যাংকগুলো দিবে আরও আড়াই শতাংশ বাড়তি প্রণোদনা। ফলে এখন থেকে প্রবাসীরা এক ডলারে পাবেন ১১৬ টাকার বেশি অর্থ।

ব্যাংক কর্মকর্তারা জানান, রেমিট্যান্স হাউসগুলো থেকে বেশি দামে প্রবাসী আয় কিনতে হচ্ছে। নির্ধারিত দামে ডলার পাওয়া যাচ্ছে না। তাই ডলার সংকট কাটাতে এমন সিদ্ধান্ত। তাদের ধারণা নতুন এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আরো আগ্রহী হবে।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৯-২০ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার ডলার। ২০১৮-১৯ অর্থবছরে দেশে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image