• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খাগড়াছড়িতে নববর্ষ ও বৈশাখী মেলার উদ্বোধন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:০৩ পিএম
খাগড়াছড়িতে  
নববর্ষ ও বৈশাখী মেলার উদ্বোধন

রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে  জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি পরিবেশনের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের জাতিগোষ্ঠী বসবাস। এখানে রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, আচার, ব্যবহার। পাহাড়ের সংস্কৃতি ও পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তারই নেতৃত্বে সকলে মিলে মিশে সম্প্রীতির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি-ধর্ম-বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বিভিন্ন মতাদর্শ থাকলেও তা যেন দেশের মঙ্গল ও উন্নয়ন হয়, সে সচেষ্ট থাকার আহবান জানান তিনি। এসময় সকলকে পাহাড়ের ঐহিত্যবাহী সামাজিক প্রধান উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নবর্ষের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত আলোচনা সভায়  জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পিএসসি।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,  ডিজিএফআই’র ডেট কমান্ডার লে: কর্ণেল মো. শাহ আলম সিদ্দিকী, খাগড়াছড়ি, পুলিশ সুপার মোঃ নাইমুল হক, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি রিজিয়নের স্টফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া সহ সামরিক-বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সভা শেষে খাগড়াছড়ি পৌর টাউনহল প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনের খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থার সদস্যদের অংশগ্রহণে শুরু হয়েছে ৫দিন ব্যাপী বৈশাখী মেলা। চলবে ০৫বৈশাখ পর্যন্ত।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image