
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় শ্রীমঙ্গল কলেজ রোড স্টার কমিউনিটি সেন্টারে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পথ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: শহীদুর রহমান শহীদ'র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউল রহমান সুমন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সহ-সভাপতি কামরুল হাসান দোলন, পৌর যুবলীগের সহ -সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক শের জাহান সেজু ও দপ্তর সম্পাদক আব্দুল বারী বেলাল সহ প্রমুখ।
এসময় জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউল রহমান সুমন বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিদেশী দেশ গুলি হতবাক, দেশ ব্যাপী আওয়ামীলীগের উন্নয়নের একের পর এক মেগা প্রকল্পের উন্নয়নে চিত্র বক্তব্যে তুলে ধরেন তিনি। আগামি নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবন্ধ হইয়ে কাজ করার আহব্বান জানান। দু:খ, কষ্ট বেদনা নিয়ে আমাদের যুবলীগের পথ চলা তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে রাজ পথে থেকে যুবলীগকে কাজ করতে হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: