• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সারা দেশে মে মাসে কলেরার টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ পিএম
সারা দেশে মে মাসে কলেরার টিকা
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ডেস্ক রিপোর্টার: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনার টিকা উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে । সকালে রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি কোর্সের ভর্তি পরীক্ষা পরিদর্শন করে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, শুধু করোনা নয়, সব ধরণের টিকা উৎপাদন করতে চায় বাংলাদেশ। এছাড়া সামনের মাস থেকে কলেরার টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি কোর্সে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার ৬৫ হাজার ৯শ' সাতজন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, বিডিএস পরীক্ষায় সরকারী কলেজের বিপরীতে প্রতিটি আসনে জন্য ১২০ জন এবং বেসরকারী এবং সরকারী কলেজে প্রতি আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

ডায়রিয়া মোকাবিলায় মে মাসে রাজধানীসহ সারা দেশে কলেরার টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, শুধু করোনা নয়, সব ধরনের টিকা উৎপাদন করতে চায় বাংলাদেশ।

জাহিদ মালেক বলেন, দেশে টিকা উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। শুধু করোনার টিকা নয়। সব ধরনের টিকা দেশে উৎপাদন হবে। করোনার টিকা ক্রয়ে দুর্নীতির বিষয়ে টিআইবির প্রতিবেদন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা ক্রয়ের বিষয়ে শিগগিরই সব পরিস্কার করা হবে।

জাহিদ মালেক বলেন, ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় করোনার টিকার পাশাপাশি কলেরার টিকা দেয়া শুরু হবে। এসময় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image