
ফটিকছড়ি প্রতিনিধি : টানা সাতদিন মুতুর সাথে পাঞ্জালরে মোঃ ইমন হোসেন বাদশা (১৯) নামে এক কলেজ ছাত্র মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ইমন হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রাম দক্ষিণ পাহাড়ের বাসিন্দা মোঃ জসিমের পুত্র ও চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র।
জানা যায়, দারিদ্র্যতার দুঃখ মুছতে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করত ইমন। গত সপ্তাহে পৌরসভা আলীপুর গ্রামে চার তলা ভবনে কাজ করছিল সে।হঠাৎ চার তলা ভবনের ছাদ থেকে পড়ে গাছের সাথে লেগে আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিওতে) রাখে।আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জালরে মঙ্গলবার রাতে মারা যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: