• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশ ব্যাংকে বৈঠক করেছে আইএমএফ প্রতিনিধি দল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২২ পিএম
আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক:   বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়ে আলোচনার অংশ হিসেবে দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে বৈঠক করেছে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরসহ তিনটি সেশনে বৈঠকে করেছেন প্রতিনিধিরা। 

বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের কাছ থেকে ৪৫০ কোটি ডলার চায় বাংলাদেশ। এর আগে অর্থনৈতিক সংকট মোকাবিলায় জুলাই মাসে ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। আর দুই সপ্তাহ আগে ওয়াশিংটনে এক বৈঠকে ঋণের বিষয়ে প্রাথমিক সম্মতি দেয় আইএমএফ। ধারাবাহিকতায় ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দফতরের সাথে বৈঠক করবে আইএমএফ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image