• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে তানোরে মাঠ দিবস অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম
তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে
সোমবার  তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তারা। 

সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী : তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত  প্রর্দশনীর, রবিবার বিকালে রাজশাহীর তানোর  উপজেলার সরনজাই সরকারপাড়া স্কুল মাঠে  মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মাঠ দিবস অনুষ্ঠানে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  সাইফুল্লাহ আহমদ এর সভাপতিত্বে   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত উপ পরিচালক কার্যালয়ের  কৃষিবিদ ডাঃ  মোতালেব হোসেন।   

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশিক্ষণ অফিসার  কৃষিবিদ উম্মে সালমা, জেলা বীজ প্রতায়ন অফিসার কৃষিবিদ মোস্তফা কামাল,রাজশাহী জেলা প্রকল্প মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন, স্বাগত বক্তব্য রাখেন তানোর উপজেলা অতি: কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। 

এ মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন আমন ধান কাটার পর জমি ফলে না রেখে তেল জাতীয় ফসল উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করে কৃষক আবার বোরো চাষ করতে পারবে। এর মধ্যদিয়ে যেমন দু’ফসলী জমি তিন ফসলী চাষের আওতায় আসবে। এচাড়াও উৎপাদিত সরিষা নিজেদের পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে উদবৃত্ত ফসল বিক্রি করেও লাভবান হবেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image