
অরুণ মজুমদার
তখন আমি অন্যরকম
চোখের নিচে কালি
পকেটে ছিল অন্য কিছু
ভয় পেতো সবই।
এখন আমি অন্য রকম
ঠাকুর ঠাকুর করি
সকাল সকাল ঘুমিয়ে
সকাল সকাল উঠি।
ভোর বেলাতে মা কে দেখি
আমার পাশে আছে
বাবা হঠাৎ হঠাৎ শব্দ করে
আমায় কেমনে ডাকে।
এখন আমি অন্য রকম
এমন কিছু খুঁজি,
সবাই মিলে অবাক চোখে
তাকিয়ে দেখে বলে
ভালো আছিস ভালো থাকিস
মা বাবাকে সঙ্গে রাখিস
ভুল করবিনা আগের কথা
ভেবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: