• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজার পার্লামেন্ট ভবন দখলের দাবি ইসরাইলি বাহিনীর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম
দখলের দাবি ইসরাইলি বাহিনীর
গাজার পার্লামেন্ট ভবন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনী গাজার পার্লামেন্ট ভবন দখলে নেয়ার দাবি করেছে । ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, ‘গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস’।তিনি গাজার পর্লামেন্টে ইসরাইলের পতাকা নিয়ে সেনাদের তোলা একটি ছবিও প্রকাশ করেছেন।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে মঙ্গলবার (১৪ নভেম্বর) বলা হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর গোলানি ব্রিগেডের সেনারা  ফিলিস্তিনি পার্লামেন্ট দখল করেছে। এরপর তারা পার্লামেন্টে প্রবেশ করে ইসরাইলি পতাকার সঙ্গে বেশ কিছু ছবিও তুলেছেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, ‘হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে।ইসরাইলি সেনারা হামাসের ঘাঁটি দখল করেছে আর  সন্ত্রাসীরা দক্ষিণ গাজায় পালিয়ে গেছে।
 
গ্যালান্ত বলেন, ‘আইডিএফ সবদিক থেকেই তাদের চেয়ে এগিয়ে। ইসরাইলি বাহিনীকে বাধা দেয়ার কোনও ক্ষমতা হামাসের নেই। হামাসের ওপর গাজার সাধারণ নাগরিকরা আস্থা হারিয়েছে।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image