
নিউজ ডেস্ক : পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যেভাবে বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে অবস্থান নিয়েছে, তা আমাদের সাহস যোগাচ্ছে বলে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
গুলশানের একটি হোটেলে রোববার (১৫ অক্টোবর) দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়- আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয় শীর্ষক সেমিনার এবং ‘ নো কমেন্টস, রাতের ভোট ২০১৮ ’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘ শেখ হাসিনা জবরদখল করে ক্ষমতায় বসে আছেন । তিনি আগের মতোই নির্বাচন করতে চাচ্ছেন । কিন্তু ১৪ ও ১৮ সালের মতো এবার আর পারবেন না । জনগণ তা মেনে নেবে না । ’
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল্লাহ আল নোমান প্রমুখ ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: