নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে রয়েছেন। বেইজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) তৃতীয় বার্ষিকীতে অতিথি হিসেবে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট।
এদিকে, বুধবার (১৮ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প উদযাপনের জন্য বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারের গ্রেট হল অব দ্য পিপল-এ একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সারা বিশ্ব থেকে ১০০০ এরও বেশি প্রতিনিধি এই ইভেন্টে অংশগ্রহণ করেন।
গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পুতিন ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ইউরোপীয় প্রতিনিধিসহ অনেকেই শীর্ষ সম্মেলন থেকে ওয়াক আউট করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বক্তৃতার সময় চীনা নেতা শি জিনপিংকে তার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন তার নেতৃত্বের ভূয়ষী প্রসংশা করেন।
তিনি বলেন, জটিল ও সংঘাতময় পরিস্হিতিতে চীনা রাষ্ট্রপতিকে মানব জাতির জন্য আরো দায়িত্ব পালনের জন্য আহবান জানান । চীনের প্রাচীন সিল্ক রোডে রাশিয়া সংগে যোগাযোগে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, বিশ্বের অধিকাংশ দেশের মতো রাশিয়ান ও চীনা সভ্যতা ও বৈচিত্র্যের অধিকারকে সম্মান করে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: