
নিউজ ডেস্ক : সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক শাহ আলমগীর মরণোত্তর একুশে পদক পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
রোববার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন উচ্ছাস প্রকাশ করে বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক শাহ আলমগীর মরণোত্তর একুশে পদক পাওয়ায় সাংবাদিক সমাজ আনন্দিত, উচ্ছসিত।
নেতৃবৃন্দ একুশে পদক প্রদান কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শাহ আলমগীর জীবদ্দশায় এই সম্মাননা পেলে নিশ্চয়ই তিনি তাঁর পরিবার ও শুভাকাংক্ষীরা আরো বেশি গৌরব বোধ করতেন। দেশের সাংবাদিকতা বিকাশে আরো অগ্রণী ভূমিকা রাখতে পারতেন।
তারা বলেন, সাংবাদিক শাহ আলমগীরের এই সম্মাননা প্রাপ্তি শুধু পেশাদার সাংবাদিকরাই নন, সবার জন্যই প্রেরণামূলক। এই স্বীকৃতি দেশের তরুণ প্রজন্মকে আগামী দিনে সাংবাদিকতায় আরো আকৃষ্ট করবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: