
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি পুত্র সন্তানের মা হওয়ায় এ মুহূর্তে মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন । খুব শিগগিরই রুপালি পর্দায় ফিরছেন তিনি ।
সর্বশেষ মাহিকে রুপালি পর্দায় দেখা যায় ‘ যাও পাখি বলো তারে ’ সিনেমায় । এ সিনেমার পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান । তার হাত ধরেই আবার চেনা জানা গ্লামার জগতে পা রাখছেন নায়িকা ।
‘ ডার্ক ওয়ার্ল্ড ’ সিনেমায় দেখা যাবে তাকে বর্তমানে প্রচলিত ভয়ঙ্কর সাইবার ক্রাইমকে । একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে নানাভাবে মানুষকে প্রতারণা করে । সেই প্রতারকদের নির্মূলের অভিযান নিয়েই তৈরি হবে ছবিটি ।
এ সিনেমা নায়ক নায়িকাকে মুখ্য করে নয়, বরং গল্পকে বেশি গুরুত্ব দিয়ে নির্মাণ করা হবে । সিনেমায় মাহিকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে ।
আগামী ১০ অক্টোবর থেকে নতুন এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এ চিত্রনায়িকা ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: