
নিউজ ডেস্ক: দ্বিতীয়বার বিয়ের পিরিতে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে ‘রাইস’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির কারণে সর্বাধিক পরিচিত এই অভিনেত্রী। তিনি ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন। তাদের বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে।
মাহিরার ম্যানেজার অনুশয় তালহা খান ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন। সেই সব ছবিতে দেখা যাচ্ছে, সেলিমের চোখের জল মুছে দিচ্ছেন মাহিরা। সেলিমও মাহিরার ঘোমটা তুলে দেয়। আবেগাপ্লুত সেলিম মাহিরার কপালে চুমু খাচ্ছে। তাকে জড়িয়ে ধরেন। এ সময় মাহিরাকেও আবেগপ্রবণ হতে দেখা যায়।
২০০৭ সালে শৈশবের প্রিয়তম আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। তবে ২০১৫ সালে তাদের তালাক হয়। এরপর ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে জড়িয়ে পড়েন মাহিরা। গত বছর মাহিরা তার প্রেমের বিষয়টি প্রকাশ করেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: