নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে চলে যায় স্বাগতিক আয়ারল্যান্ড।
পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দুই ম্যাচ জিতে সমতা আনে আফগানিস্তান। ফলে শেষ ম্যাচ অঘোষিত ফাইনালে পরিণত হলে, নিজেদের ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ৭ উইকেটে সিরিজ জিতে ইতিহাস গড়লো আইরিশরা।
সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার বেলফাস্টে টস জিতে প্রথমে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারী আফগানিস্তান।
দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চাপে পরেন আফগানরা। ওপেনার হযরতউল্লাহ জাজাই ৬ বলে ১০ রান করে আউট হন। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪০ বলে ৪৪ রান করেন ওসমান গনি। গনি অপরাজিত থাকলেও অপরপ্রান্তে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি।
১৫ ওভার খেলার পর বৃষ্টি শুরু হলে, ততক্ষণে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে সফরকারীরা।
পরে বৃষ্টি না থামলে ডার্কওয়াথ লুইস-স্টার্ন পদ্ধতিতে যেতে হয় আম্পায়ারদের। এই পদ্ধতিতে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রানের।
আইরিশদের হয়ে ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান মার্ক অ্যাডায়ার।
অল্প ওভারে এই লক্ষ্য তাড়ায় বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আয়ারল্যান্ডের। শুরুতেই ভিত গড়ে দিয়ে মুজিব উর রহমানের শিকার হন পল স্টার্লিং। ১০ বলে ১৬ রান করে আউট হন তিনি। আরেক ওপেনার অ্যান্ডি বালবার্নির ব্যাট থেকে আসে ৯ রান।
তিনে নেমে লরকান টাকার খেলেন ১৪ রানের ইনিংস। এরপর হ্যারি টেক্টরের ৯ এবং জর্জ ডক্রেলের ৭ রানের ইনিংসে ২ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ৭ উইকেটে জয়ের দেখা পায় তারা।
মুজিব উর রহমানের বলে আউট হওয়ার আগে ৩০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করেন পল স্টারলিং।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: