
সুমন দত্ত: বাংলাদেশে ক্ষতিকর ১৭টি বিদেশি প্রজাতির উদ্ভিদকে সনাক্ত করেছে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম। এসব উদ্ভিদকে আগ্রাসী উদ্ভিদ বলা হয়ে থাকে। এদের কারণে দেশি উদ্ভিদ বিস্তার করতে পারে না।
বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এক কর্মশালায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৭টি আগ্রাসী উদ্ভিদের মধ্যে ৭টি প্রধান। দেশের পাঁচটি সংরক্ষিত এলাকা যথা হিমছড়ি, কাপ্তাই ও মধুপুর জাতীয় উদ্যান এবং রেমা-কালেঙ্গা ও সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য এর চিহ্নিত ভিনদেশী আগ্রাসী উদ্ভিদ প্রজাতিগুলোকে সঠিক ব্যবস্থাপনার জন্য ৫টি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব কৌঁশল জাতীয় বন ও বনজসম্পদ সংরক্ষণে এবং আমাদের টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: