
জলঢাকা প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীর জলঢাকায় ১ সাজাপ্রাপ্ত আসামি সহ ৮ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১৭ (সেপ্টেম্বর) রবিবার দিবাগত গভীর রাতে জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায়, জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম এর নেতৃত্বে, থানার বিশেষ অভিযানিক টিম অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-৩৭৬/১৯ সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলে উপজেলার চিরাভিজা গোলনা এলাকার ০১/মোঃ-গোলজার শমসের আলী। সিআর মামলা নং-৬২৫/২২ গ্রেফতারি পরোয়ানা ভূক্ত বগুলাগাড়ী হাজিপাড়া এলাকার ০২/মোহাম্মদ ইলিয়াস হোসেন আজগার আলী।
ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি ইউনিয়নের মৃতঃআজিজুর রহমানের ছেলে জামাতের আমির ০৩/মোঃ মোকসেদুল ইসলাম কে জলঢাকা থানার মামলা নং-৩৫(৪)২৩ মূলে গ্রেফতার করা হয়।
এছাড়াও পুলিশ আইনের ৩৪ ধারা মুলে উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার মোহাম্মদ ইয়াকুব আলীর ছেলে ০৪/ মোহাম্মদ আল-আমিন, বগুলাগাড়ী এলাকার মৃতঃনুর হোসেন এর ছেলে ০৫/মোঃ-আতিকুল ইসলাম আতিক, দক্ষিণ দেশিবাই এলাকার আবেদ আলীর ছেলে ০৬/ মোঃ- তাজু ইসলাম পিতা আবেদ আলী,কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ সিংগেরগাড়ী এলাকার জিল্লুর রহমানের ছেলে ০৭/ মোঃ আলমগীর হোসেন ০৮/ মোঃ-রাকিবুল পিতা মোঃ হামিদুল ইসলাম গ্রাম মুদিপাড়া থানা জলঢাকা জেলা নীলফামারী সহ মোট=০৮ জনকে গ্রেফতার করেছে।
জলঢাকা থানায় অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান গ্রেফতারকৃতদের আজ সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাকে অপরাধ মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: