
নিউজ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ৯৬ লক্ষ ৪৭ হাজার ২১ টাকার চেক হস্তান্তর করেছে EDOTCO Bangladesh Co. Ltd.
আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে EDOTCO Bangladesh Co. Ltd-এর প্রতিনিধিদল এ চেক হস্তান্তর করেন।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, EDOTCO Bangladesh Co. Ltd-এর Country Managing Director Sunil Issac, Director, Human Resources Rizwan Quraishi, Director Engineering Sabbir Ahmad, Director, Corporate Affairs Ishrat Zerin উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: