• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চীনের নিজস্ব ওপেন সোর্স অপারেটিং সিস্টেম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৮ পিএম
২০২২ সালে চীনের অপারেটিং সিস্টেমের বাজার ১ হাজার ৫৫০ কোটি ইউয়ান
openkylin chines operating system

নিউজ ডেস্ক:  কম্পিউটারের জন্য প্রথম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম চালু করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অপারেটিং সিস্টেমটির নাম ওপেনকাইলিন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ।

ওপেন সোর্স এই অপারেটিং সিস্টেম মূলত লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর। ৪ হাজারের বেশি ডেভেলপার এটি তৈরিতে কাজ করেছে। মহাকাশ গবেষণা থেকে শুরু অর্থনীতি ও জ্বালানি খাতে এটি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। ২০২২ সালে চীনের অপারেটিং সিস্টেমের বাজার ছিল প্রায় ১ হাজার ৫৫০ কোটি ইউয়ান বা ২১০ কোটি ডলার মূল্যের।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিমুক্ত কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটির বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ওপেনকাইলিন সিস্টেম তৈরিতে কাজ করেছে বলেও জানা গেছে। এদের মধ্যে চীনের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে চায়না ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমের সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম বেশি সহায়তা করেছে। অবশেষে তারা একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছে। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image