নিউজ ডেস্ক: বিজয় দিবস উপলক্ষ্যে নয়াপল্টন থেকে বিজয় র্যালি করবে বিএনপি। এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে ইতোমধ্যে নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় দিবসের র্যালির প্রস্তুতি নিতে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন । বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ। এর আগে সকালে পিকআপে করে সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য মাইক আনা হয়।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিজয়ের সকালে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবরের মহাসমাবেশের পরে গ্রেপ্তার হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ বেশিরভাগ নেতা। এরপর ১১ দফায় ২২ দিন অবরোধ ও ৪ দিন হরতাল পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: