• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বরিশালে ধর্মীয় সহাবস্থান চান মুফতী ফয়জুল করীম 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫২ পিএম
বরিশালে ধর্মীয় সহাবস্থান চান
মুফতী ফয়জুল করীম 

মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুফতি  ফয়জুল করীম  বলেছেন মেয়র নির্বাচিত  হলে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। হাতপাখা প্রতীকের এ প্রার্থী আরও বলেছেন, তিনি বরিশাল নগরবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। ২৩ মে (মঙ্গলবার) বিকেলে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডে খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও  বলেন, আমার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের ডাক দিয়েছে। সে লক্ষ্যে আমরা রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে বরিশালকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অক্সফোর্ড মিশন রোড ছাড়াও কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড ও কাউনিয়া মোতাশার বাজার এলাকায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেন মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image