
নিউজ ডেস্ক: মিথিলাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটলেন চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। রবিবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠান হয়। এদিনে তাদের সঙ্গে হাজির ছিলেন নায়ক প্রসেনজিৎ ও বাংলাদেশে জয়া আহসান প্রমুখ। সৃজিতের ছবি দশম অবতারের ট্রেলার দেখানোর সময় কেক কাটার অনুষ্ঠান হয়।
সৃজিতের জন্মদিন উদযাপনে একদিকে এসেছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), যীশু সেনগুপ্ত (Jissu Sengupta), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জয়া আহসান (Jaya Ahsaan)-এর মতো সৃজিতের নতুন ছবির 'অবতার'-রা
তেমনই হাজির ছিলেন 'দেব' (Ditipriya Roy), ইমন চক্রবর্তী (Iman Chakraborty), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও প্রায় গোটা ইন্ডাস্ট্রিই। ছিলেন সৃজিতের পত্নী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-সহ অন্যরা।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: