
সুমন দত্ত: রাজধানী ঢাকার যানজট কমাতে ২০৩০ সালের মধ্যে আরো ৬টি মেট্রোরেল চালু করা হবে। শুক্রবার পুরাতন বাণিজ্য মেলা মাঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের প্রস্তুতি দেখবার সময় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
কাদের বলেন, পদ্মা সেতুর মতো মেট্রোরেলের সুফল জনগণ পাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফলও জনগণ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছুর জন্য দিক নির্দেশনা দেবেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি অস্তিত্ব সংকটে আছে। তাদের ক্ষমতা নেই এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবার। বিএনপি বিদেশিদের কাছে যাচ্ছে। আওয়ামী লীগ তেমনটা করছে না। আওয়ামী লীগ যে উন্নয়ন করছে তা দেখেই জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে জয় যুক্ত করবে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: