• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিএনপি অস্ত্র মজুত ও সিঙ্গাপুরে ষড়যন্ত্র করছে: নানক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩০ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪১ এএম
নেতারা সিঙ্গাপুর গিয়ে ষড়যন্ত্র করছে
জাহাঙ্গীর কবির নানক

নিউজ ডেস্ক:  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছাত্রদলের নেতারা দেশে অস্ত্র মজুত করছে। অপরদিকে মির্জা ফখরুলসহ তাদের নেতারা সিঙ্গাপুর গিয়ে ষড়যন্ত্র করছে। তবে সাহসী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিরোধ করে আগামী নির্বাচনেও জয় নিয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগ।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের জাতীয় শোক দিবস আলোচনা সভায় একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘কয়েক দিন আগে ছাত্রদলের ছয় নেতা অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাতে ছাত্রদলের আরেক নেতার কাছে থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে প্রশাসন। কী কারণে তারা এসব অস্ত্র মজুত করছে? অন্যদিকে মির্জা ফখরুল ও লাদেন রহমান (তারেক রহমান) জোটবেঁধে সিঙ্গাপুরে বসে ষড়যন্ত্র করছে। আসলে বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে বিশ্বাস করা যায় না।’

তিনি বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, ১০ ডিসেম্বর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এরপরে সেপ্টেম্বর মাসে সময় দিয়েছেন, এখন আবার অক্টোবরের কথা বলতেছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে এর জবাব রাজপথে দেওয়া হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপি আসলে চায় কী? একটি সুষ্ঠু নির্বাচন, নাকি শেখ হাসিনার পতন? তারা যদি আরেকবার ষড়যন্ত্র করে, আগুনসন্ত্রাস করে, তাহলে ’৭১ সালে যেভাবে মুক্তিযুদ্ধ করেছিলাম, খালেদা-নিজামী সরকারকে প্রতিরোধ করেছিলাম, স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, ঠিক একইভাবে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করা হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এদেশে এখনও শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সব ষড়যন্ত্রের প্রতিরোধ করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই আগামী দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম,  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image