• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বেঁধে দেয়া পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৫ পিএম
বেঁধে দেয়া পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

নিউজ ডেস্ক : পেঁয়াজ, আলু, ডিমসহ তিনটি কৃষি পণ্যের বেঁধে দেওয়া দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে বলেছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রংপুরের সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের বিশাল বাজার। সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন। মুক্তবাজার অর্থনীতিতে সবসময় ব্যবসায়ীদের চাপে রাখা যায় না। আমরা বাজার নিয়ন্ত্রণে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য দিচ্ছি।

তিনি বলেন, যখন যে পণ্যের মজুদ কমে যায় তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটা দেশি বা বিদেশি পণ্য হতে পারে। তিন পণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর হবে।

টিপু মুনশি বলেন, এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এখন থেকে ন্যায্য দাম কার্যকর করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সারাবছর ইলিশ রফতানি করি না। দূর্গাপূজা পশ্চিমবঙ্গের বাঙালির বড় উৎসব। এ উৎসবে আমরা শুভেচ্ছাস্বরূপ আমাদের উৎপাদিত ইলিশের মাত্র ২ ভাগ রফতানি করি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image