
নিউজ ডেস্ক : ঘোষণার চেয়ে বেশি দামে ডলার কিনে আরও চড়া দামে বিক্রি করছে কিছু ব্যাংক। সম্প্রতি ১০ ব্যাংকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। ডলার কেনাবেচা করলে বৈদেশিক মুদ্রা বাজার অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। তাই অভিযোগ প্রমাণিত হলে এ ব্যাংকগুলোকে শাস্তির আওতায় আনবে বাংলাদেশ ব্যাংক।
রোববার অভিযুক্ত ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ডেকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ে রোববার সকালে তাদের (অভিযুক্ত ব্যাংকের এমডি) নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করা হয়।
তিনি জানান, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্তে করছে কেন্দ্রীয় ব্যাংক। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: