• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীতে যে এলাকাগুলো ডেঙ্গুর উচ্চঝুঁকিতে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম
রাজধানীতে যে এলাকাগুলো ডেঙ্গুর উচ্চঝুঁকিতে 
ডেঙ্গু আক্রান্ত রোগী 

নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গতবারের তুলনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সারাদেশে এরই মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ১২৭ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার।

এবার ডেঙ্গুতে গত পাঁচ বছরের তুলনায় মৃত্যুহার বেশি। ২০২০ কিংবা ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার ছিল ০ দশমিক ৫০ এবং ০ দশমিক ৪৫ ভাগ। অথচ এ বছর তা ০ দশমিক ৫৫ ভাগ।

রাজধানী ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। 

আক্রান্তের দিক থেকে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে সবচেয়ে উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর ও সবুজবাগ।

উত্তর সিটি কর্পোরেশন এলাকায় উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে বুধবার (১৯ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল বলেন, বারবার সতর্ক করা ও জরিমানা করার পরেও কোনো নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে, এখন থেকে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হবে। সবাইকে যার যার বাসাবাড়ির আঙিনা পরিষ্কার করতে হবে। সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image