• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাকেরগঞ্জে কমিউনিটি  পুলিশিং ডে উৎযাপন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২০ পিএম
বর্নাট্য আয়োজনে
 কমিউনিটি পুলিশিং ডে উৎযাপন

মোঃ  জাহিদুল ইসলাম, ( বাকেরগঞ্জ)  বরিশাল: বর্নাট্য আয়োজনের মধ্য দিয়া শনিবার সকাল ৯,৩০ মিনিটে বাকেরগঞ্জ থানাপুলিশেরআয়োজনে কমিউনিটি পুলিশং ডে উৎযাপন  করা  হয়। এ উপলক্ষে  থানা চত্বর  থেকে এক বর্নাট্য র‌্যালী পৌরসভার  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  করে পূনরায় থানা চত্বরে এসে শেষ হয়। 

র‌্যালীতে  উপজেলা নির্বাহী  অফিসার সজল চন্দ্র শীল  সহ বিভিন্ন স্কুল  কলেজের শিক্ষক ও  ছাএ ছাএী, জন প্রতিনিধি, সাংবাদিক  এবং সর্ব স্তরের  লোক অংশ গ্রহন করে। পরে  থানা হল রুমে  বাকেরগঞ্জ রিপোটার্স ইউনিটির  সভাপতি  সাংবাদিক দানিসুর রহমান লিমন এর সঞ্চালনায় এক আলোচনা  অনুষ্ঠান হয়। অফিসার ইনচার্জ আলাউদ্দীন মিলনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ।বাকেরগঞ্জ  জে,এস,ইউ হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ  হাবিবুর রহমান। 

রত্নাআমিন মহিলা কলেজের  প্রভাষক শহিদুল ইসলাম, বিপ্লব মিএ, ও জাকির  জোমাদ্দার। শ্রমিক লীগ সভাপতি মোঃআবুল কালাম ডাকুয়া। পৃথক বক্তৃতায় সবাই পুলিশের পূর্বের এবং  বর্তমান  অবস্থান  সম্পর্কে  বলেন। এখন পুলিশ অনেক  জনবান্ধব এবং  আন্তরিক। যেকোনো  সময় যেকোনো  পরিস্থিতিতে  সবাই  পুলিশের সেবা পাচ্ছে। 

পুলিশের  সেবাকে আরো বেগবান  করতে বর্তমানে  জরুরি  হেল্পলাইন  সেবা চালু আছে। যে কেউ ৯৯৯ এ ফোন করে এসংক্রান্ত সেবা নিতে  পারে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image