
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বিধান রায় (২৪) নামে একজন নিহত হয়েছেন। নিহত বিধান রায়,উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষিপুর হাড়িপাড়া গ্রামের পবিত্র রায়ের পুত্র।
সোমবার (০৭ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিধান রায় তার ভাইসহ মোট ১১জন মিলে বৃষ্টিতে ভিজে জমিতে আমন ধানের চারা রোপন করছিলো। ঠিক সেই বজ্রপাতে সে মারা যায়।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ কামাহ্ তমাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও ইউপি চেয়ারম্যান এনামুল হক। বিধার রায় ফুলবাড়ী সরকারী কলেজের অর্নাস এর ২য় বর্ষের ছাত্র ছিলেন। এদিকে বিধার রায়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: