• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় ‘জয় বাংলা’ বললেন বাইডেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০০ পিএম
স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বললেন ‘জয় বাংলা’
বাইডেন

ডেস্ক রিপোর্টার : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। চিঠিতে বাংলাদেশের অগ্রগতি ও উন্নতি কামনা করে‘জয় বাংলা’ বলে অভিবাদন জানিয়েছেন তিনি।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিষয়টি গভীরভাবে অনুধাবন করেন। কারণ বীরত্বপূর্ণ যুদ্ধের মধ্যদিয়ে ১৯৭১ সালে তারা ভাগ্য নির্ধারণ করেন ও নিজ ভাষায় কথা বলার সুযোগ করে নেন।  

সামনের দিনের নির্বাচনের কথা উল্লেখ করে বাইডেন গণতন্ত্র, সমতা, মানবাধিকার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি দুই দেশের জনগণের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন। 

চিঠিতে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং মহামারিকালে বাংলাদেশের বৈশ্বিক অবদানের জন্য ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জানিয়ে বাইডেন বলেন, সংকটের টেকসই সমাধান খুঁজে পেতে যুক্তরাষ্ট্র অবিচল অংশীদার হিসেবে পাশে থাকবে।
 
চিঠির শেষে বাইডেন লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাই, জয় বাংলা।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image