
নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার আমেরিকায় সংঘটিত গুলিতে নিহতের মামলার সন্দেহভাজন আসামির মৃত্যুর খবরে মেইনে বসবাসকারী দেশটির সাধারণ নাগরিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আমেরিকার মেইন এলাকায় যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশে বসবাসকারী লোকজন এতদিন আতঙ্কে ছিলেন।
এখন পুলিশ সন্দেহভাজন আসামির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় মানুষ এখন নির্বিঘ্নে বাড়ি থেকে বের হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম ৪০ বছর বয়সী রবার্ট কার্ড। অভিযুক্ত নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। এমন ধারণা পুলিশের । তবে বিষয়টি এখনো তদন্তাধীন। কীভাবে অভিযুক্তের মৃত্যু হয়েছে তা তদন্ত শেষ হলেই নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, আমেরিকার মেইন রাজ্যের লুইস্টনে বৃহস্পতিবার বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৮ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে কয়েক ডজন মানুষ। পুলিশ জানিয়েছিল, বন্দুকধারী এখনও পলাতক।
একই সময়ে, সিএনএন মৃতের সংখ্যা ২০ জনের বেশি বলে জানিয়েছিল। এবিসি নিউজ অনুসারে একটি বোলিং অ্যালিতে গুলি চালানো হয়েছিল, স্থানীয় বার এবং একটি ওয়ালমার্ট বিতরণ কেন্দ্রেও গুলি চালানোর খবর পাওয়া গেছে।
লিউইস্টন সিটি কাউন্সিলম্যান রবার্ট ম্যাকার্থি বলেছেন, কর্মকর্তারা ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: