বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সারওয়ার আলম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের চেত্রা লম্বাহাটি গ্রামে খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে বাড়ির পাশে মাঠে ছেলেরা ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ওই কিশোর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে দ্রত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোর চেত্রা লম্বাহাটির সাবেক ইউপি সদস্য শাহ আলমের বড় ছেলে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: