• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাও পাওলোতে পাখিদের রিসোর্ট


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম
সাও পাওলোতে
পাখিদের রিসোর্ট

বিনোদন ডেস্ক : সু্যোগ পেলেই কাজের অবসর কাটাতে বা বিনোদনের জন্য যে কেউ কোন একটি সুন্দর রিসোর্ট গিয়ে সময় কাটিয়ে আসতে পারেন। কিন্তু ভাবতে পারেন যদি পাখিদের জন্য একটি রিসোর্টি হয়। আর যদি সেখানে থাকে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি পাখির জন্য সব ব্যবস্থা।

ব্রাজিলের সাও পাওলো শহরে, একজন ব্যক্তি পাখিদের জন্য একটি  রিসোর্ট খুলে তাদের জন্য  স্বর্গ তৈরি করেছেন। যা মুগ্ধ করেছে অনেককে। 53-বছর বয়সী মার্সেলো ম্যাক্সিমোর এই অতিথিরা সারা শহর থেকে 'এমএম রিসোর্ট বিগ বার্ডস'-এ উড়ে যায়।

মহামারী চলাকালীন মূলত তার কাছে এই ধারণাটি এসেছিল। যখন তিনি চাকরি হারিয়ে বাড়ি বসে অনলাইনে আসবাবপত্র বিক্রি করতেন।এ সময় তিনি তার ল্যাপটপ নিয়ে রাস্তায় কাজ করতে বের হতেন এবং প্রচুর সংখ্যক পাখি পাশ দিয়ে যেতে দেখতেন ,তখনই  তিনি তাদের ঘর তৈরি করার সিদ্ধান্ত নেন।

পাখিদের এই রিসোর্টে তিনি ফিডার এবং বিশ্রামের জায়গাগুলি ছাড়াও, পাখিদের লিফট, একটি অ্যান্টেনা এবং একাধিক খেলনা সহ একটি খেলার মাঠ রেখেছেন। ম্যাক্সিমো বলেন,  ‘এখানে সারা শহর থেকে মানুষ পাখি দেখতে আসে’।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image