• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে ভুমিহীন বৃদ্ধ শওকত আলীর চলাচলের রাস্তা বন্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৬ পিএম
বিরামপুরে পরিবারের চলাচলের রাস্তা বন্ধ
ভুমিহীন বৃদ্ধ শওকত আলী

এম, ডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুুর উপজেলার ভূমিহীন বৃদ্ধের পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় অসহায় এক পরিবারের অভিযোগ উঠেছে।

৯ এপ্রিল সরজমীনে জানা গেছে, জোতবানি ইউনিয়নের সাগাইহাটা গ্রামের ভুমিহীন বৃদ্ধ শওকত আলী (৮২) গ্রামের প্রভাবশালীদের জমির পাশে সরকার থেকে সাড়ে ছয় শতক জমি পেয়ে বাড়ি করেন। উক্ত বৃদ্ধা স্ত্রী,এক মেয়ে দুই নাতি-নাতিনী নিয়ে সেই বাড়িতে বাস করেন।

পরবর্তী প্রভাবশালি আবু বক্কর,জব্বার ও সেকেন্দারগণ পরিকল্পিত ভাবে বৃদ্ধের বাড়ির সীমানা ছুঁয়ে কয়েকটি ছোট ছোট ডোবা খনন করে তাঁর চলাচলের রাস্তাটি বেড়াদিয়ে বন্ধ করে দিয়েছেন। বিপদজনক পথে চলতে ওই ঝুঁকিপূর্ণ পথে বয়সের নুয়েপড়া শক্তিহীন বৃদ্ধ শওকত আলী,তাঁর বৃদ্ধা স্ত্রী ও দু'টি শিশুর পা পিছলে জলেপড়ে প্রাণ হানির আসংখ‍্যা রয়েছে বলে প্রতিবেশিরাসহ এলাকার সচেতন মহল মনে করেন।

অসহায় বৃদ্ধ শওকত আলী অশ্রূসিক্ত নয়নে প্রভাব শালিদের নিষ্ঠুর আচরণ থেকে নিরাপদে রাস্তাধরে ঘরে ফেরার সুব‍্যবস্থার সহায়তা পেতে জনপ্রতিনিধি,প্রশাসনসহ সর্বস্তরের সকলের সহায়তা কামনা করেছেন।।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image