• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবি বিজেপি'র


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৮ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৫২ পিএম
গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবি বিজেপি'র

নিজস্ব প্রতিবেদক : গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে শান্তিপূর্ণ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।  

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কয়েক হাজার কর্মী শান্তিপূর্ণ মিছিলে বিভিন্ন স্লোগান ও প্লে কার্ড বহন করে এ দাবি জানান। 

মিছিলটি দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেয় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 

এসময় মিছিলে নিজ কর্মী সমর্থকদের নিয়ে যোগ দেন, মহাসচিব আব্দুল মতিন সউদ, প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, প্রেসিডিয়াম সদস্য ইমন,কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, ফারহান আহমেদ ফারহান,‌ কেন্দ্রীয় প্রবাসী বিষয়ক সম্পাদক শওকত হোসেন সুমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ কমরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ হারুন-অর-রশিদ, শ্রমিক পার্টির আহবায়ক মোঃ নাছির উদ্দিন দুলাল, সদস্য সচিব মোহাম্মদ হাসনাইন, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ ইব্রাহিম, সদস্য সচিব মাসুদ রানা, মহিলা পার্টির আহবায়ক ফারহানা আফরোজ তানিয়া, ছাত্র সমাজের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব হাসিব খান রাফিসহ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং অঙ্গসংগঠনের কেন্দ্রীয় এবং মহানগরের শীর্ষ নেতৃবৃন্দরা। 

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image