
এম, ডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস”-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী,ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতেই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিরামপুর ফায়ার স্টেশনের গ্রুপ লিডার হিসি কান্ত। ১০ই মার্চ শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন,প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম,বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ গণ।
এছাড়াও সুধীজন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: