• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৭ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার

নিউজ ডেস্ক :  দুই ম্যাচের টি-২০ সিরিজে বাঁ-হাতি পেসার ওয়েন পার্নেলের বোলিং নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এর আগে প্রথম টি-২০তে ২১ রানে জিতেছিলো প্রোটিয়ারা। 

ইংল্যান্ডের ব্রিস্টলে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন। ডি কক ৭ ও ডুসেন ৪ রান করেন। তবে আরেক ওপেনার রেজা হেনড্রিকস ৪০ বলে ৪২ রান করেন। 
 
মিডল-অর্ডারের চার ব্যাটার এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত রান তুলেছেন। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। 

মার্করাম ১০ বলে ২৭, ক্লাসেন ১৬ বলে ৩৯, মিলার ২০ বলে অপরাজিত ৩২ ও প্রিটোরিয়াস ৭ বলে ১৭ রান করেন। ১৮৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দুই পেসার পার্নেল ও প্রিটোরিয়াসের বোলিংয়ে শুরু থেকেই বিপদে পড়ে আয়ারল্যান্ড।  টপ-অর্ডারের তিন ব্যাটার শূন্য হাতে বিদায় নেন।

পরের দিকের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে হার বরণ করে নেয় আয়ারল্যান্ড। সাত বল বাকী থাকতে ১৩৮ রানে অলআউট হয় আইরিশরা। মাত্র চার ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ৩৪ রান করেন হ্যারি টেক্টর। 

পার্নেল ৩০ রানে ৫ উইকেট নেন। ৪৫ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পার্নেল। ৩ উইকেট নেন প্রিটোরিয়াস। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরের অংশ ছিলো। ১৭ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image