
মো. জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামে বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আকবর আলী ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক জানান, সকালে বাড়ির পাশে বিলে হাঁস পালন করতে যান কৃষক আকবর আলী। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: