
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) সংবাদদাতা: শস্য ও মৎস্য ভান্ডার বলে খ্যাত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান কাটা। একইসাথে চলছে মাড়াই।
শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ধানের ভালো ফলন পাবে কৃষকেরা। চলনবিল অধ্যূষিত চাটমোহরসহ অন্যান্য উপজেলাতে আগাম আবাদ করা বোরো ধান কাটা চলছে। তবে কৃষি শ্রমিক সংকট আর ঝড়-শিলাবৃষ্টির আশঙ্কা তাড়া করছে বোরো চাষিদের।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৯ হাজার ৬৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এছাড়া নদীর তলদেশ ও খালের মধ্যেও বোরো ধানের আবাদ করা হয়েছে।
হান্ডিয়াল এলাকার বোরো চাষী জাকির হোসেন বললেন,ধান কাটা এখনো পুরোপুরি শুরু হয়নি। এবার তাপপ্রবাহের ফলে জমিতে অতিরিক্ত সেচ দিতে হয়েছে। ফলে খরচ বেড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানালেন, সবেমাত্র ধান কাটা শুরু হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ধানের ভালো ফলন হবে। চাষীরা ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন। এখন স্থানীয় জাতের ও ব্রি-২৮ জাতের ধান কাটা শুরু হয়েছে। আর ক’দিন পরে পুরোদমে ধান কাটা শুরু হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: