
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি সদর।
পূজো এলে কিছু মানুষের
হৃদয় জুড়ে কষ্ট নামে,
সবার পরনে নতুন পোশাক দেখে
নীরবে তাদের অশ্রু ঝরে।
তাদের ও যে ইচ্ছে জাগে
অঞ্জলি নেবে সবার সাথে,
এদিক - ওদিক ঘুরে বেড়াবে
পূজার এ' কটা দিন নতুন পোশাকে।
সমাজের আজ অবহেলায়
ইচ্ছেটা যে তাদের ইচ্ছেই রয়ে যায়,
আজ বলছি, তাদের কথা
পথশিশু রয়েছে যারা।
কবিতার মধ্যে উঠে আসুক
অবহেলিত একটি দল,
শ্রাবণের বৃষ্টির করুণ সুরে বলি
তাদেরও কি হবে জয়?
মা দুর্গার কৃপা হলে
ইচ্ছে'টা তাদের একদিন পূরণ হবে।
সেদিনও আনন্দে মাতবে তারায়
যদি আপনার - আমার,
একটু সহযোগিতা পায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: